বাগেরহাটের শরণখোলায় পুকুর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর তাফালবাড়ি গ্রামের একটি পুকুর থেকে বন সুরক্ষা বিষয়ক ওয়াইল্ড টিম ও ভিটি আরটির সদস্যরা ওই অজগরটি উদ্ধার করে। সন্ধ্যায় অজগরটিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় অবমুক্ত করে বন বিভাগ।
পুকুর থেকে উদ্ধার করা অজগরটির দৈর্ঘ ১০ ফুট এবং ওজন প্রায় ১০ কেজি।
স্থানীয়রা জানান, তারা উত্তর তাফালবাড়ি গ্রামের জীতেন গাইনের বাড়ির পুকুরে বিশাল আকৃতির ওই অজগরটিকে দেখতে পায়। এরপর ওয়াইল্ড টিম ও ভিটি আরটির সদস্যদের খবর দেয়। তারা এসে অজগরটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: কাপ্তাইয়ে ১৫ ফুট দীর্ঘ অজগর উদ্ধারের পর অবমুক্ত
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. সামছুল আরিফিন জানান, ওই অজগরটি সুন্দরবন ছেড়ে ভোলা নদী পাড়ি দিয়ে লোকালয়ে আসে। পুকুর থেকে অজগরটি উদ্ধার করার পর সন্ধ্যায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, এক বছরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা এবং চাঁদপাই রেঞ্জ সংলগ্ন লোকালয় থেকে শতাধিক অজগর উদ্ধার করা হয়েছে। প্রায়ই নদী-খাল পাড়ি দিয়ে অজগর লোকালয়ে আসছে।
ডিএফও বলেন, সুন্দরবনে অন্যান্য বণ্যপ্রাণীর সঙ্গে অজগরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ কারণে মাঝে মধ্যে অজগর এবং হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী সুন্দরবন ছেড়ে লোকালয়ে আসছে। বন্যপ্রাণী লোকালয়ে এলে না মেরে বন বিভাগকে খবর দেয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ১৩ ডিসেম্বর শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের ধানক্ষেত থেকে বিশাল আকৃতির একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।